“Mayar Gaan”
Mayar Gaan Lyrics (মায়ার গান) : sung by Mekhla Dasgupta. The Bengali song “Mayar Gaan” lyrics is written by Ayan Kumar Nath and music has been produced by Shamik Chakravarty.
Mayar Gaan Song Info:
Bengali Song : Mayar Gaan
Singer : Mekhla Dasgupta
Music Composer : Ayan Kumar Nath
Music Producer : Shamik Chakravarty
Lyrics : Ayan Kumar Nath
Label : Asha Audio
Mayar Gaan Lyrics In Bengali
আজ শহরের মন খারাপের
গল্প হোক অবসরে,
আমার রাত ছুঁয়ে তোর সকাল
বদলে যাওয়া অন্তরে।
নকশি কাঁথায় মায়ার গান
হঠাৎ করে মিশে গেলো,
আমার ঘুম চোখে আবছা হোক
তোর চিঠির শব্দ গুলো।
ও.. সে যেন এক বন পলাশ
বুকের ভেতর চাঁদের স্নান,
মায়ার পাখি আর জোনাকি
গাইছে ঘরে ফেরার গান।
আলোর রোশনাই দিচ্ছে ডুব
বল না সুখ আর কতদূর?
আগলে রাখা মায়ার খোঁপায়
বেঁধে রাখি চেনা রোদ্দুর।
খুঁজে নে রাতপরী
আঁকছি রামধনু রঙ,
জোসনা রাতে একলা মন
থাকনা আর কিছুক্ষন।
অনুভূতির স্পর্শে আজ
বৃষ্টি নামে অবসাদে,
সেই আদরের অন্য নাম
খুঁজছি চেনা আবদারে।
Mayar Gaan Song Video