Mayar Kangal Lyrics – Ishan Mitra | Olpo Holeo Sotti

Mayar Kangal Lyrics (মায়ার কাঙাল) : from the movie “Olpo Holeo Sotti“, sung by Ishan Mitra. The Bengali song “Mayar Kangal” lyrics is written by Asif Iqbal and has music by Amit – Ishan.

Mayar Kangal Song Info:
Bengali Song : Mayar Kangal (মায়ার কাঙাল)
Singer : Ishan Mitra
Music : Amit – Ishan
Lyrics : Asif Iqbal
Movie : Olpo Holeo Sotti
Music Label : Gan – Goppo

Mayar Kangal Lyrics In Bengali

মায়ার কাঙাল আমি চিরদিন 
বুঝিনি কিছু ভালোবাসা ছাড়া,
মায়ার কাঙ্গাল আমি চিরদিন 
বুঝিনি কিছু ভালোবাসা ছাড়া,
কেউ রয়ে গেছে, কেউ হারিয়েছে 
কেউ ভুল বুঝে ফিরে গেছে,
আমায় ভালোবেসেছিলো যারা
আমায় ভালোবেসেছিলো যারা। 

কিছু পথ দূর পথ 
কি শপথ ছায়াপথ, 
কিছু পথ দূর পথ 
কি শপথ ছায়াপথ ..
ও.. ও..

ধরে ধরে হেঁটেছিলো 
কাছে ছিল বলেছিল, বুঝেছিলো চরাচরে,
ধরে ধরে হেঁটেছিল, 
কাছে ছিল বলেছিলো, বুঝেছিল চরাচরে। 

তাদের লুকিয়ে রেখেছিলো 
মনের গোপন ঘরে,
আমি আজও বেঁচে আছি 
আমার মতো করে,
ঘুম হারা, ঘুম হারা। 

কেউ রয়ে গেছে, কেউ হারিয়েছে 
কেউ ভুল বুঝে ফিরে গেছে, 
আমায় ভালোবেসেছিল যারা
আমায় ভালোবেসেছিল যারা। 

কিছু পথ দূর পথ 
কি শপথ ছায়াপথ, 
কিছু পথ দূর পথ 
কি শপথ ছায়াপথ ..
ও… ও…

Mayar Kangal Song Video