Megh Balika Lyrics (মেঘ বালিকা) – Subhamita Banerjee

Megh Balika Lyrics (মেঘ বালিকা) : sung by Subhamita Banerjee. The Bengali song “Megh Balika” lyrics is written by Mainak Sinha and it featuring Angshula Roy.

Megh Balika Song Info:
Bengali Song : Megh Balika
Singer : Subhamita Banerjee
Featuring : Angshula Roy
Lyrics : Mainak Sinha
Label : Asha Audio

Megh Balika Lyrics In Bengali

আকাশ যখন মেঘ জমায় 
মেঘ বালিকার কল্পনায়,
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়। 
কেন মেঘের হলো মন খারাপ 
আকাশ দেবে কি সেই জবাব,
সেই বালিকারা কেন ঝরে যায়। 

আঁচল ভরা রূপ পাখারা খোঁজে পরিচয়
আলোয় ভরা রাতের তারায় লেখা কবিতায়,
খুঁজে পেয়েও অসাবধানে ভাঙ্গন উঁকি দেয় 
সেই বালিকাই বৃষ্টি হয়ে যায়। 

আকাশ যখন মেঘ জমায় 
মেঘ বালিকার কল্পনায়,
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়।

আঁধার আলোতে, অঝোর ধারাতে
মুহূর্তরা জীবন হয়ে মিশে যায়,
আকাশও জানে কোন পিছুটানে
সেই বালিকা ফিরবেনা তার সীমানায়। 

মেঘলা দুপুর জল নুপুরের আঁকা ছবিটায় 
ছেঁড়া ব্যথা জমা কথা কত না বলায়,
যদি ভালোবাসা নিজেই আকাশ হতে চায়
সেই গল্প গুলো সত্যি হয়ে যায়। 

আকাশ যখন মেঘ জমায় 
মেঘ বালিকার কল্পনায়,
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়
সেই মেঘ বালিকাই বৃষ্টি হয়ে যায়
সেই গল্প গুলো সত্যি হয়ে যায়।

Megh Balika Song Video