Miliye Nio Lyrics – Nachiketa Chakraborty, Farzana Sifat

miliye nio lyrics nachiketa chakraborty

Miliye Nio Lyrics (মিলিয়ে নিও): The song is sung by Nachiketa Chakraborty & Farzana Sifat. The Bengali song Miliye Nio Lyrics is written by Srijato and the song has been composed by Joy Sarkar. The music video of the “Miliye Nio” song is directed by Soumojit Adak Team and it Starring Nachiketa Chakraborty, Farzana Sifat.


Miliye Nio Lyrics

(In Bengali)

মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা,
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা।

মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা

মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা।

মুছে যেতে পারে জলছবি
হারানো সুরের বান্ধবী,
যেমন হারায় তার গান একা এস্রাজে।

মুছে যেতে পারে সব কথা
দু’হাতে সাজানো স্তব্ধতা,
যেমন হঠাৎ তার মন খারাপ হয়ে বাজে।

থাকে কেবল নীল সময়ে
বর্ষাবিহীন ছাতারা, মিলিয়ে নিও সব।

মুছে যেতে পারে দিনগুলো
মুঠোতে অতীত রংধুলো,
যেমন পালায় সন্ধ্যের পরাগ এক ছুটে।

মুছে যেতে পারে রাত ভোরও
স্বাধীনতাহীন অক্ষরও
যেমন স্নানের জল চায় কাজলকে ধুতে।

থাকে কেবল কোন ধূসরে
কবিতা লেখার খাতারা

মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা,
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা,

মিলিয়ে নিও সব মুছে যায়
হোক সে মেঘ বা তারা
থাকে কেবল ভুল দেরাজে
পুরনো চিঠির পাতারা
মিলিয়ে নিও সব।

Miliye Nio Song Video


Miliye Nio Song Info:

Bengali Song : Miliye Nio (মিলিয়ে নিও)
Singer: Nachiketa Chakraborty & Farzana Sifat
Composer: Joy Sarkar
Lyrics: Srijato
Director: Soumojit Adak & Team
Cast: Nachiketa Chakraborty & Farzana Sifat
Music Label: Gan Goppo

Miliye Nio Lyrics – Nachiketa Chakraborty, Farzana Sifat