Mon Jure Tumi Jurale Lyrics : sung by Daiizee Das. The Bengali song “Mon Jure Tumi Jurale” lyrics is written by Puja Sharma, Amit Dutta and has music by Karan Das. The music video of the “Mon Jure Tumi Jurale” song is directed by Shibam Roy and it Starring Kishor Das & Daiizee Das.
Mon Jure Tumi Jurale Song Info:
Bengali Song : Mon Jure Tumi Jurale
Singer : Daiizee Das
Music : Karan Das
Original Lyrics : Puja Sharma
Bengali Translation : Amit Dutta
Backing Vocals : Karan Das
Director : Shibam Roy
Cast : Kishor Das & Daiizee Das
Mon Jure Tumi Jurale Lyrics
একা একেলা মন, একাকী এ সময়ে
নিস্তব্ধতায় আঁকে প্রেমের ছঁবি।
ঢেউতান মনের আশা, ইচ্ছেরা রং মাখা
দিচ্ছে উঁকি গোপনে….
মন জুড়ে তুমি জুরালে
আলতো এক আস্কারাতে
পোড়া মন কেনো বোঝে না
বলনা আমাকে ভালোবাসো….
হৃদয়ের উত্তাপে ধরে রাখবো তোমায়।
অভিমান সবে ভুলে মনের গোপনে।
বোঝা নাবোঝা সব রাখবো সযতনে
থাকবে আড়ালে।
হবে কি তুমি আমার স্বপনেরি সাঁঝবাতি
চিরদিনের সাথী।।
আকুল মন আমার, ব্যাকুল জোছনায়
উত্তাপ চায় তোমার।
সত্যি করে চায় হৃদয় তোমাকে,
তুমি শুধুই আমার।
হৃদয়ের আঙ্গিনায় তোমার অনুভূতি
সুরভিত স্বপ্নে তোমাকে এঁকেছি।
রেখেছি যতনে প্রিয়
বলনা আমাকে ভালোবাস।
হৃদয়ের উত্তাপে ধরে রাখবো তোমায়।
অভিমান সবে ভুলে মনের গোপনে।
বোঝা নবোঝা সব রাখবো সযতনে
থাকবে আড়ালে।
হবে কি তুমি আমার স্বপনেরি সাঁঝবাতি
চিরদিনের সাথী।।
Mon Jure Tumi Jurale Song Video