Mone Rekho Amar E Gaan Lyrics – Premi | Shreya Ghoshal, Sonu Nigam

mone rekho amar e gaan lyrics

Mone Rekho Amar E Gaan Lyrics (মনে রেখো আমার এ গান): from the movie “Premi” sung by Shreya Ghoshal & Sonu Nigam. The Bengali song “Mone Rekho Amar E Gaan” lyrics is written by Gautam Susmit and has music by Jeet Gannguli.

Mone Rekho Amar E Gaan Song Info:
Bengali Song : Mone Rekho Amar E Gaan
Singer : Shreya Ghoshal & Sonu Nigam
Music : Jeet Gannguli
Lyrics : Gautam Susmit
Movie : Premi (2004)
Director : Rabi Kinagi
Music Label : SVF

Mone Rekho Amar E Gaan Lyrics In Bengali

মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান। 

কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো
হয়নি তোমাকে আজও শোনানো,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান। 

মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।।

তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভাল সে বাসে,
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে ভাল সে বাসে,

তার মনের যত কথা
আর গোপন প্রেমের ব্যথা,
তার মনের যত কথা
আর গোপন প্রেমের ব্যথা,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান। 

মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।। 

যদি গো তোমায় বলি আমি কার নাম
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম ?
যদি গো তোমায় বলি আমি কার নাম
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম ?

কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান,
কত আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান।

মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান। 

কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে আজও শোনানো
ও.. হয়নি তোমাকে আজও শোনানো,
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান। 

মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান
শুধু মনে রেখো আমার এ গান।। 

Mone Rekho Amar E Gaan Song Video

Mone Rekho Amar E Gaan Lyrics – Premi | Shreya Ghoshal, Sonu Nigam