Mone Thake Moner Manush Lyrics (মনে থাকে মনের মানুষ): from the movie “Raat Jaga Phool”, sung by Hridoy Khan. The Bengali song lyrics is written by Mir Sabbir and has music by Hridoy Khan.
Mone Thake Moner Manush Lyrics
মনে থাকে মনের মানুষ মস্ত বড়ো দুনিয়ায়,
মনে থাকে মনের মানুষ মস্ত বড়ো দুনিয়ায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়।
ভালোবাসা কত কঠিন যে বাসে সেই বোঝে,
বোবায় দেখে চাইয়া চাইয়া
কানায় শুধু খোঁজে,
সত্য কঠিন বন্ধু তবু মানুষ বড়ো অসহায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়।
চন্দনের সুবাস আছে বটের আছে ছায়া,
প্রেমের কোষ্ঠী পাথর ঘইষা
খুইজা বেড়ায় মায়া।
সত্য কঠিন বন্ধু তবু মানুষ বড়ো অসহায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়।
Mone Thake Moner Manush Song Video
Mone Thake Moner Manush Song Info:
Bengali Song: Mone Thake Moner Manush
Singer: Hridoy Khan
Music : Hridoy Khan
Lyrics: Mir Sabbir
Movie: Raat Jaga Phool
Director : Mir Sabbir
Writter: Mir Sabbir
Music Label: Tiger Media