Neshar Nouka 5 Lyrics (নেশার নৌকা ৫) : sung by Gogon Sakib. The song is written by Gogon Sakib and music by Jami Ul Hasan.
Neshar Nouka 5 Song Info/Credits :
Bengali Song : Neshar Nouka 5 (নেশার নৌকা ৫)
Singer : Gogon Sakib
Lyrics & Tune : Gogon Sakib
Music : Jami Ul Hasan
Production : Samsul Official
Label : Samsul Official
Neshar Nouka 5 Lyrics In Bengali
ভুইলা গেছে সে আমারে
আমি ভুলি নাই
অতি ভালোবাসা এতো
জ্বালা বুঝি নাই
ওরে ভুইলা গেছে সে আমারে
আমি ভুলি নাই
অতি ভালোবাসা এতো
জ্বালা বুঝি নাই
হায়রে বাছমুনা না গো
তুমি হিনা
ছাইড়া যাইও না
এমন কত কথা কইয়াও
করলি ছলনা
ওরে কাল নাগিনীর
ধোঁকায় পইড়া
জীবন অন্ধকার
সেই আন্ধারে নেশার ঝড়ে
কলিজা আঙ্গার
আরে সেই আন্ধারে নেশার ঝড়ে
কলিজা আঙ্গার
সঙ্গি আমার রাতের আকাশ
সঙ্গি আমার চাঁদ
নেশার নৌকার বইটা হাতেই
কাটে আমার রাত
ওরে সঙ্গি আমার রাতের আকাশ
সঙ্গি আমার চাঁদ
নেশার নৌকার বইটা হাতেই
কাটে আমার রাত
আরে সুখে কাটুক দিন তোর
সুখের হোক সংসার
খোদার কাছে মোনাজাতে
বলি বারে বার
ওরে মিথ্যা আশা দিয়া রে সে
কাইড়া নিল সব
আমারে কান্দাইয়া তার আজ
সুখেরই উৎসব
ওরে আমারে কান্দাইয়া তার আজ
সুখেরই উৎসব
হায়রে আমারে কান্দাইয়া তার আজ
সুখেরই উৎসব
Neshar Nouka 5 Song Video