O Konna Kaindo Na Lyrics – Novel Ahmed

O Konna Kaindo Na Lyrics (ও কন্যা কাইন্দোনা) : this cover version of the song is sung by Novel Ahmed. This song is originally sung by Sohag. The Bengali song “O Konna Kaindo Na” lyrics is written by Sohag and has Cover music by Novel Ahmed.

O Konna Kaindo Na Song Info:
Bengali Song : O Konna Kaindo Na (ও কন্যা কাইন্দোনা)
Cover By : Singer : Novel Ahmed
Music : Novel Ahmed
Lyrics : Sohag
Orginal Singer : Shohag

O Konna Kaindo Na Lyrics In Bengali

ও কন্যা কাইন্দো না মান কইরো না,
তোমারে আমি ভালোবাসি,
তুমি কি জানো না,

ও কন্যা কাইন্দো না মান কইরো না,
তোমারে আমি ভালোবাসি
আমার সোনার ময়না

মাসে মাসে দিবো রে চিঠি, মনের কথা লেইখা,
এই কটা দিন থাইকো রে ময়না
বুকে পাষাণ বাইন্ধা

ও কন্যা কাইন্দো না মান কইরো না,
তোমারে আমি ভালোবাসি
আমার সোনার ময়না

ও কন্যা, ও কন্যা..

আকাশ বাতাস পারি দিতাম,
কন্যা তোরই জন্য,
তোর সাথে যে কথা বললে, হতাম আমি ধন্য,

আকাশ বাতাস পারি দিতাম,
কন্যা তোরই জন্য,
তোর সাথে যে কথা বললে, হতাম আমি ধন্য,

ও কন্যা কাইন্দো না মান কইরো না,
তোমারে আমি ভালোবাসি
আমার সোনার ময়না

লাল শাড়ি পোড়িয়া গো ময়না
যাইবা শশুর বাড়ী
এই কথাটি ভাইবা কন্যা দিও আমায় ছারি

লাল শাড়ি পোড়িয়া গো ময়না
যাইবা শশুর বাড়ী
এই কথাটি ভাইবা কন্যা দিও আমায় ছারি

ও কন্যা কাইন্দো না মান কইরো না,
তোমারে আমি ভালোবাসি
আমার সোনার ময়না

মাসে মাসে দিবো রে চিঠি মনের কথা লেইখা
এই কটা দিন থাইকো রে ময়না
বুকে পাষাণ বাইন্ধা

ও কন্যা কাইন্দো না মান কইরো না,
তোমারে আমি ভালোবাসি
আমার সোনার ময়না

O Konna Kaindo Na Song Video