O Radhe Tomay Bare Bare Lyrics (ও রাধে) : sung by Sucharita Saha Das. The Bengali song “O Radhe Tomay Bare Bare” lyrics is written by Krishnendu Bhowmik and has music by Shyamji.
O Radhe Tomay Bare Bare Song Info:
Bengali Song : O Radhe Tomay Bare Bare
Singer : Sucharita Saha Das
Music : Shyamji
Lyrics : Krishnendu Bhowmik
Director : Debu
Music Label : RS Music
O Radhe Tomay Bare Bare Lyrics In Bengali
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে
রাধে তোমায় বারে বারে করছি যে মানা,
রাধে তোমায় বারে বারে করছি যে মানা,
যমুনাতে জল আনিতে একলা যেও না ;
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম
কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম
ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
যার বাঁশিতে যমুনার জল
উজান বয়ে যায়,
যার বাঁশিতে যমুনার জল
উজান বয়ে যায়,
ডাকলে বাঁশি রাধা রাধা
ঘরে থাকা দায়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কালার বাঁশি তোমার হাসি
কাইড়া ফেরে হায়,
কালার বাঁশি তোমার হাসি
কাইড়া ফেরে হায়,
আনমনা মন উতলা হয়
গেলে যমুনায়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়
করে যে ছারখার,
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়
করে যে ছারখার,
তোমার মত কে বলে আর কৃষ্ণ আমার,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কৃষ্ণ ধনে ধনী তুমি
তিনি তোমার প্রান,
কৃষ্ণ ধনে ধনী তুমি
তিনি তোমার প্রান,
তাইতো নগর বাঁশি গায় তোমার জয়গান
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
তোমার পথের পথিক পদ্মা
জয়দেব মীরাবাঈ,
তোমার পথের পথিক পদ্মা
জয়দেব মীরাবাঈ,
রজকিনী চন্ডীদাস আর গৌরাঙ্গ গোঁসাই,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
রাধার মত কৃষ্ণ ধনে
ধনী যদি হও,
রাধার মত কৃষ্ণ ধনে
ধনী যদি হও,
জনম তোমার হবে ধন্য
কৃষ্ণেন্দু তাই কয়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
রাধে রাধে বলো রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে।
O Radhe Tomay Bare Bare Song Video