Ojuhat Lyrics (অজুহাত): The song is sung by Rahul Dutta. The Bengali song Ojuhat lyrics is also written by Rahul Dutta and has music by Shibasish.
Ojuhat Lyrics
(In Bengali)
আমি চাইলেও পারিনা তোকে ছুঁতে
তোর হাজার হাজার অজুহাত,
তোকে একবার দেখবো বলে
থাকি প্রতীক্ষায় বসে।
আমি চাইলেও পারিনা কথা বলতে
তোর হাজার হাজার অজুহাত,
তোকে একবার শুনবো বলে
থাকি প্রতীক্ষায় বসে।
আমি চাইলেও পারিনা তোকে ছুঁতে।।
দিন শেষে রাত্রি ঘনায়
রাত শেষে চোখ ভিজে যায়,
দিন শেষে রাত্রি ঘনায়
রাত শেষে চোখ ভিজে যায়,
আমার চোখের কালোতে কত স্বপ্ন জমে
তোর কিচ্ছু কি আসে বা যায়।
কথা বলনা তুই একটু আদর করে
নয় কাঁদবো আমি দুচোখ ভরে, হুম…
আমি চাইলেও পারিনা তোকে ছুঁতে
তোর হাজার হাজার অজুহাত,
তোকে একবার দেখবো বলে
থাকি প্রতীক্ষায় বসে।
আমি চাইলেও পারিনা কথা বলতে
তোর হাজার হাজার অজুহাত,
তোকে একবার শুনবো বলে
থাকি প্রতীক্ষায় বসে।
আমি চাইলেও পারিনা তোকে, ছুঁতে।।
Ojuhat Song Video
Ojuhat Song Credits:
Bengali Song : Ojuhat
Singer : Rahul Dutta
Music: Shibasish
Lyrics : Rahul Dutta