Olosh Dupur Lyrics (অলস দুপুর) – Rishi Panda | Niladri Banerjee

Olosh Dupur Lyrics (অলস দুপুর): sung by Rishi Panda. The Bengali song “Olosh Dupur” lyrics is written by Niladri Banerjee and the music also has been composed by Niladri Banerjee.

Olosh Dupur Song Info:
Bengali Song : Olosh Dupur
Singer : Rishi Panda
Composer : Niladri Banerjee
Lyrics : Niladri Banerjee

Olosh Dupur Lyrics In Bengali

তোমার আমার অলস দুপুর
চার দেওয়ালের সুর,
ঢেউয়ের আওয়াজ ঝাঁপিয়ে পড়া 
নিরব সমুদ্দুর। 

তোমার আমার অলস দুপুর
চার দেওয়ালের সুর,
ঢেউয়ের আওয়াজ ঝাঁপিয়ে পড়া 
নিরব সমুদ্দুর। 

কালচে সবুজ নীলচে আলোয়
আকাশ মরুদ্দ্যান,
তুলসী তলায় সন্ধ্যে দিল 
আলগা পিছুটান। 

ভুলেছে সব, এ অনুভব
এক টুকরো মন কেমন,
খোলা হাতের ধারাপাতে
পরিযায়ী আস্ফালন।

ভুলেছে সব, এ অনুভব
এক টুকরো মন কেমন,
খোলা হাতের ধারাপাতে
পরিযায়ী আস্ফালন।

আলতো আলোতে, বয়ে যাওয়া স্রোতে
সীমানা পেরোতে থাকে 
ছাতিম ফুলের ঘ্রাণ,
আলগোছে ছুঁলো, মরীচিকা ধুলো,
এবুকে ফেরালো কিছু খুচরো অভিমান। 

আগলে রেখে দিচ্ছি শুধুই নতুন পরিচয়
তোমার আমার নামের মানে মিথ্যে অপচয়,
কালচে সবুজ নীলচে আলোয়
আকাশ মরুদ্দ্যান,
তুলসী তলায় সন্ধ্যে দিল 
আলগা পিছুটান। 

ভুলেছে সব, এ অনুভব
এক টুকরো মন কেমন,
খোলা হাতের ধারাপাতে
পরিযায়ী আস্ফালন।

ভুলেছে সব, এ অনুভব
এক টুকরো মন কেমন,
খোলা হাতের ধারাপাতে
পরিযায়ী আস্ফালন।

ভুলেছে সব.. হো…. অনুভব.. হো…..

Olosh Dupur Song Video