Opekhyay Tomar Lyrics (অপেক্ষায় তোমার) – Rishi Panda

opekhyay tomar lyrics rishi panda

Opekhyay Tomar Lyrics (অপেক্ষায় তোমার): sung by Rishi Panda. The Bengali song “Opekhyay Tomar” lyrics is written by Somrik Dinda and has music also given by Somrik Dinda.

Opekhyay Tomar Song Info:
Bengali Song: Opekhyay Tomar
Singer: Rishi Panda
Music: Somrik Dinda
Lyrics : Somrik Dinda

Opekhyay Tomar Lyrics In Bengali

শেষের আকাশ, বিমর্ষ আলোয়,
মেঘের পথে জোছনা,
স্তব্ধ হৃদয়ের, নির্গত নেশায়
আঁধার রাতের নীলিমা। 

অলেখা লিপির, অর্থে অভাব
নিঃসঙ্গ স্মৃতির ছোঁয়া,
সংগৃহীত, চিঠির খামে
প্রণয়ের চাওয়া পাওয়া…

অজ্ঞাত কোন, ঠিকানায়,
বিধ্বস্ত মন পাড়ি দেয়,
কল্পিত প্রেমের, শহরে,
অপেক্ষায় তোমার।।

ঠোঁটের মাঝে, স্নিগ্ধ হাসি,
আলো ফোটে উষ্ণতায়,
তোমার আমার, গল্পের শেষে,
সময়ও হেসে বেড়ায়। 

বিষণ্ণতায়, নিরব শহর,
সুখে তুমি নারাজ,
ভেসে চলা, তরির সাথে,
ডুবলো সে দস্যু জাহাজ

অজ্ঞাত কোন, ঠিকানায়,
বিধ্বস্ত মন, পাড়ি দেয়,
প্রত্যুষের আলোর আঁধারে
অপেক্ষায় তোমার। 

অজ্ঞাত কোন, ঠিকানায়,
বিধ্বস্ত মন পাড়ি দেয়,
কল্পিত প্রেমের, শহরে
অপেক্ষায় তোমার।।

Opekhyay Tomar Song Video

Opekhyay Tomar Lyrics (অপেক্ষায় তোমার) – Rishi Panda