Payra Payra Mon Lyrics – Mahtim Shakib, Tasmee

Payra Payra Mon Lyrics (পায়রা পায়রা মন): The song is sung by Mahtim Shakib & Tasmee. The Bengali song Payra Payra Mon Lyrics is written by Prosenjit Ojha and the song has been produced by Protune. The music video of the “Payra Payra Mon” song is directed by Protune Team and it Starring Prottoy Heron, Samina Bashar, Hossain Sayde and Rahman Ayat.


Payra Payra Mon Lyrics

(In Bengali)

আমার পায়রা পায়রা মন
তোমার একলা ছাদের কোন,
আমি রোদের ডানায় হাসি
তোমায় একটু দেখলে বাঁচি।

আমার পায়রা পায়রা মন
তোমার একলা ছাদের কোন,
আমি রোদের ডানায় হাসি
তোমায় একটু দেখলে বাঁচি।

আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয়?

আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয়?

ফের এক’পা দু’পা করে
যখন সন্ধ্যা নেমে আসে,
আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে

আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে।

কোথায় ছিলে তুমি, আমি কোথায় ছিলাম,
কেমন করে তোমার, এতো আপন হলাম?
কোথায় ছিলে তুমি, আমি কোথায় ছিলাম,
কেমন করে তোমার, এতো আপন হলাম ?

দেখি রাত্রি নয় আর কালো
যেন রুপকথারই আসর,
সব গল্প মিলে মিশে, তোমায় ভালোবাসে।

আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয়?

ফের এক’পা দু’পা করে
যখন সন্ধ্যা নেমে আসে,
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায় শুধু
তোমারই ছবি ভাসে

আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে।

তোমায় ছাড়া সময়, যেন ফেলে রাখে ছিপ,
নিঃশ্বাস লাগে বন্ধ, বুঝি নিভে যাবে দীপ,
তোমায় ছাড়া সময়, যেন ফেলে রাখে ছিপ,
নিঃশ্বাস লাগে বন্ধ, বুঝি নিভে যাবে দীপ।

তুমি একটু আড়াল থাকলে
আমার দিন হয় যায় বছর,
তুমি ছাড়া কাটে ত্রাসে, হারাই হা-হুতাশে।

আমি কথার উৎসবে
যখন মেলে ধরি হৃদয়,
তুমি গোধূলি রঙ মেখে
ভাবো কি হয় কি হয়?

ফের এক’পা দু’পা করে
যখন সন্ধ্যা নেমে আসে,
আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে,

আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে,

আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে,
আমার চোখের পাতায়
শুধু তোমারই ছবি ভাসে।।

Payra Payra Mon Song Video


Payra Payra Mon Song Info:

Bengali Song:  Payra Payra Mon
Singer: Mahtim Shakib & Tasmee
Producer: Protune
Lyrics: Prosenjit Ojha
Director: Protune Team
Cast : Prottoy Heron, Samina Bashar, Hossain Sayde, Rahman Ayat
Music Label: Protune