Prano Sokhi Re Lyrics (প্রাণ সখী রে) – Nadia Dora

Prano Sokhi Re Lyrics (প্রাণ সখী রে) : sung by Nadia Dora. This song is originally sung by Abbas Uddin Ahmed. The Bengali song “Prano Sokhi Re” lyrics is written by Palli Kabi Jasimuddin and music has been directed by Partha Barua.

Prano Sokhi Re Song Info:
Bengali Song : Prano Sokhi Re (প্রাণ সখী রে)
Originaly Sung by : Abbas Uddin Ahmed
Singer : Nadia Dora
Lyrics : Palli Kabi Jasimuddin
Music Director : Partha Barua
Label : IPDC আমাদের গান

Prano Sokhi Re Lyrics In Bengali

প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে..

বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে..

আমার মাথার বেণী বদলে দিব
তারে আইনা দে 

আমার মাথার বেণী বদলে দিব
তারে আইনা দে 

আমার মাথার বেণী বদলে দিব
তারে আইনা দে 

প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে 

প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে 

যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়
সোনার নূপুর পরে পায়

যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়
সোনার নূপুর পরে পায়

আমার নাকের বেসর তুইলা দেবো
সেইনা পথের গায়
আমার গলার হার ছড়িয়ে দেবো
সেইনা পথের গায়
যদি হার জড়িয়ে পরে পায়
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে 

প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে 

যার বাঁশি এমন সে বা কেমন
জানিস যদি বল
সখি করিস না কো ছল
আমার মন বড় চঞ্চল

আমার প্রান বলে তার বাঁশী জানে
আমার চোখের জল 

আমার প্রান বলে তার বাঁশী জানে
আমার চোখের জল 

আমার প্রান বলে তার বাঁশী জানে
আমার চোখের জল 

প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে 
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে 

তরলা বাঁশের বাঁশী ছিদ্র গোটা ছয়
বাঁশী কতই কথা কয়
তরলা বাঁশের বাঁশী ছিদ্র গোটা ছয়
বাঁশী কতই কথা কয়

নাম ধরিয়া বাজায় বাঁশী
রহনও না যায়
ঘরে রহনও না যায় 

নাম ধরিয়া বাজায় বাঁশী
রহনও না যায়

নাম ধরিয়া বাজায় বাঁশী
রহনও না যায়
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে
প্রাণ সখী রে
ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

Prano Sokhi Re Song Video