Prio Aamr Thok Lyrics – Mousumi | Gogon Sakib

Prio Aamr Thok Lyrics (প্রিয় আমার ঠক) : sung by Mousumi. The Bengali song “Prio Aamr Thok” lyrics is written by Abdus Salam & Gogon Sakib and has music by Jami Ul Hasan.

Prio Aamr Thok Lyrics In Bengali

প্রিয় প্রিয় প্রিয় আমার মস্ত বড় ঠক
জীবন আমার করতে নষ্ট
আঁকলো প্রিয় ছক

প্রিয় প্রিয় প্রিয় আমার মস্ত বড় ঠক
জীবন আমার করতে নষ্ট
আঁকলো প্রিয় ছক

মনের মাঝে তারে নিয়া
ছিল কত আশা
আশাগুলা নিয়া রে সে
খেলল প্রেমের পাশা

কলিজাতে পিন মারিয়া
খুঁজলো প্রিয় সুখ
বুকের মাঝে শুধুই এখন
প্রিয়রই অসুখ

কলিজাতে পিন মারিয়া
খুঁজলো প্রিয় সুখ
বুকের মাঝে শুধুই এখন
প্রিয়রই অসুখ

ঝাপসা দেখি দুই চোখে আজ
তারই কারণে
বুকের চিতায় জ্বালায় আগুন
তারই স্মরণে

ঝাপসা দেখি দুই চোখে আজ
তারই কারণে
বুকের চিতায় জ্বালায় আগুন
তারই স্মরণে

আদর কইরা পাড়াবো ঘুম
তারই ছিল বায়না
পেলে আমায় তার নাকি
অন্য কিছু চায় না

মনের মাঝে তারে নিয়া
ছিল কত আশা
আশাগুলা নিয়া রে সে
খেলল প্রেমের পাশা

কলিজাতে পিন মারিয়া
খুঁজলো প্রিয় সুখ
বুকের মাঝে শুধুই এখন
প্রিয়রই অসুখ

কলিজাতে পিন মারিয়া
খুঁজলো প্রিয় সুখ
বুকের মাঝে শুধুই এখন
প্রিয়রই অসুখ

বুকের মাঝে শুধুই এখন
প্রিয়রই অসুখ
বুকের মাঝে শুধুই এখন
প্রিয়রই অসুখ

Prio Aamr Thok Song Video

Prio Aamr Thok Song Info:

Bengali Song : Prio Aamr Thok (প্রিয় আমার ঠক)
Singer : Mousumi
Music : Jami Ul Hasan
Lyrics : Abdus Salam & Gogon Sakib
Music Label : Samsul Official