Rongmoshal Lyrics (রংমশাল) – Baba Baby O | Ishan Mitra

Rongmoshal Lyrics (রংমশাল): from the movie “Baba Baby O”, sung by Ishan Mitra. The Bengali song “Rongmoshal” lyrics is written by Ritam Sen and the song has been composed by Amit Chatterjee & Ishan Mitra.

Rongmoshal Song Info:
Bengali Song: Rongmoshal
Singer: Ishan Mitra
Composer: Amit Chatterjee & Ishan Mitra
Lyrics: Ritam Sen
Movie: Baba Baby O
Directed: Aritra Mukherjee 
Music Label: Windows Production

Rongmoshal Lyrics In Bengali

এক চুমুক তোর চোখের 
দিস বরং আমায়,
গুনতে দিস তোর কপালের ঢেউ,
তোর চিবুক হাসলে তুই সময় থামায়,

তোর সাথে, আজ অনেক দূর হাঁটবে বলে কেউ
ডাক পাঠায়.. রোদ্দুরে ভিজে যায়
রংমশাল, জ্বলে কোন ছোঁয়ায়। 

সংগোপনের সুখ, ইচ্ছে অহেতুক
স্বপ্নে আমার খুঁজেছি তোকেই,
তোর মুখের আদল, শঙ্খচিলের দল
নিটোল ডানায় উড়ছে তো উড়ছেই।। 

ভাসে অথৈ, একা চড়ুই
খড়কুটো সে চায়,
ঘর বাঁধার ইচ্ছে তার তোর সাথে। 

সাদা-কালো অলিগলি
খুঁজছি তুই কোথায়,
এক পলক মিললে চোখ
বলবো দাঁড়াতে, কখনো..
যদি তুই পথ হারাস ভুল করে..
যদি তোর হাত বাড়াস। 

সংগোপনের সুখ, ইচ্ছে অহেতুক
স্বপ্নে আমার খুঁজেছি তোকেই,
তোর মুখের আদল, শঙ্খচিলের দল
নিটোল ডানায় উড়ছে তো উড়ছেই।।

Rongmoshal Song Video