Rupsagore Moner Manush Lyrics – Rishi Panda

rupsagore moner manush lyrics rishi panda

Rupsagore Moner Manush Lyrics

তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না

তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
সুজনের সঙ্গে হবে দেখা শুনা।

বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
সুজনের সঙ্গে হবে দেখা শুনা।

তারে আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না
তারে আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না।

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না।

আমায় বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না
আমায় বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না… দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

পথিক কয় ভেবো নারে
ডুবে যাও রূপসাগরে,
পথিক কয় ভেবো নারে
ডুবে যাও রূপসাগরে,
বিরলে বসে করো যোগ-সাধনা।

পথিক কয় ভেবো নারে
ডুবে যাও রূপসাগরে,
বিরলে বসে করো যোগ-সাধনা।

একবার ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না
একবার ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

Rupsagore Moner Manush Song Video


Rupsagore Moner Manush Song Credits:

Bengali Song: Rupsagore Moner Manush
Original Song By: Nabanidas Khyapa Baul
Singer: Rishi Panda
Music: Rishi Panda

Rupsagore Moner Manush Lyrics – Rishi Panda