Shesh Boshonto Lyrics (শেষ বসন্ত): The song is sung by Asif Akbar. The Bengali song Shesh Boshonto Lyrics is written by Suhrid Sufian and has music by Kishore Das. The music video of the “Shesh Boshonto” song is directed by Yamin Elan.
Shesh Boshonto Lyrics
(In Bengali)
এটাই হয়তো শেষ বসন্ত
এটাই হয়তো শেষ বার ছোঁয়া ফুল,
এটাই হয়তো শেষ দেখা ঢেউ
এটাই হয়তো শেষ বার হাঁটা কুল।
এটাই হয়তো শেষ বসন্ত
এটাই হয়তো শেষ বার ছোঁয়া ফুল,
এটাই হয়তো শেষ দেখা ঢেউ
এটাই হয়তো শেষ বার হাঁটা কুল।
কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল,
ও.. কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল,
এটাই হয়তো শেষ বসন্ত।।
এটাই হয়তো শেষ বার কথা বলা
এটাই হয়তো শেষ বার রোদে গলা,
এটাই হয়তো শেষ বার কথা বলা
এটাই হয়তো শেষ বার রোদে গলা,
এটাই হয়তো শেষ নিঃশ্বাস
ছাড়ার হুলুস্থুল।
কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল,
ও.. কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল।।
এটাই হয়তো শেষ বার বাড়ি ফেরা
এটাই হয়তো স্মৃতি দিয়ে হবে ঘেরা,
এটাই হয়তো শেষ বার বাড়ি ফেরা
এটাই হয়তো স্মৃতি দিয়ে হবে ঘেরা,
এটাই হয়তো শেষ কবিতায়
হয়ে যাওয়া মশগুল,
কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল,
ও.. কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হল ভুল
এটাই হয়তো শেষ বসন্ত ..
Shesh Boshonto Song Video
Shesh Boshonto Song Info:
Bengali Song : Shesh Boshonto (শেষ বসন্ত)
Singer: Asif Akbar
Music: Kishore Das
Lyrics: Suhrid Sufian
Director: Yamin Elan
Music Label: ARB Entertainment