Shohage Adore Lyrics – Anupam Roy | Belashuru

Shohage Adore Lyrics: The song is from the movie “Belashuru”, sung by Anupam Roy. The Bengali song Shohage Adore lyrics is written by Anupam Roy and has music by Anindya Chattopadhyay, Anupam Roy.


Shohage Adore Lyrics

(In Bengali)

সোহাগে আদরে
বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই,
স্মৃতির সাগরে
ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই।

ভ্রমণের শেষে
ফিরে এসো তুমি আগের মতো,
কেউ বসে আছে তোমার অপেক্ষায়।

আধখানা ভোরে আলোরেখা হয়ে
ভালোবেসে যাই।।

কোলাহলে মাথা তুলে হাঁটি
কানে লেগে থাকে তোমার গলার স্বর,
মলায়েম রুমাল রোদে পরিপাটি
আমার প্রেমে লুকিয়ে ঈশ্বর।

তোমার জানলায়
কেউ তারা গোনে তোমার অপেক্ষায়,
শিশিরের রাতে
ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যাই।।

হাওয়া তাকে এনে দিলো ডালপালা
আবছা হয়ে আসছে অহংকার,
ভালো লাগে পুতুল পুতুল এই খেলা
এর নাম কেউ রেখেছে সংসার,
তাই বারান্দায়,
কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায়।

সোহাগে আদরে
বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই,
স্মৃতির সাগরে
ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই।

ভ্রমণের শেষে
ফিরে এসো তুমি আগের মতো,
কেউ বসে আছে তোমার অপেক্ষায়।

আধখানা ভোরে আলোরেখা হয়ে
ভালোবেসে যাই।।

Shohage Adore Song Video


Shohage Adore Song Credits:

Bengali Song: Shohage Adore
Singer: Anupam Roy
Music: Anindya Chattopadhyay, Anupam Roy
Lyrics: Anupam Roy
Movie: Belashuru
Director: Nandita Roy, Shiboprosad Mukherjee
Producer: Windows