Shudhu Tomar Dike Lyrics (শুধু তোমার দিকে) – Dev Goutam Song

shudhu tomar dike lyrics dev goutam

Shudhu Tomar Dike Lyrics (শুধু তোমার দিকে) : sung by Dev Goutam. The Bengali song “Shudhu Tomar Dike” lyrics is written by Galib Sardar and has music by Dev Goutam.

Shudhu Tomar Dike Song Info:
Bengali Song : Shudhu Tomar dike 
Singer : Dev Goutam 
Music : Dev Goutam 
Lyrics : Galib Sardar 

Shudhu Tomar Dike Lyrics

শুধু তোমার দিকে একটুখানি 
তাকিয়ে ছিলাম বলে,
আমার উপর চাঁদের সে কী ভীষণ অভিমান,
তোমার ছায়া চাঁদের গায়ে 
মাখিয়েছিলাম বলে,
চাঁদ গেয়েছিলো অন্ধকারের 
মন খারাপের গান

তোমার দিকে একটুখানি 
তাকিয়ে ছিলাম বলে,
আমার উপর চাঁদের সে কী ভীষণ অভিমান,
তোমার ছায়া চাঁদের গায়ে 
মাখিয়েছিলাম বলে,
চাঁদ গেয়েছিলো অন্ধকারের 
মন খারাপের গান।।

আমি তোমার চোখের
একফোঁটা জল ছুঁয়েছিলাম বলে,
কদিন ধরে মেঘমালার মুখটা ছিলো ম্লান,

আমি তোমার চোখের
একফোঁটা জল ছুঁয়েছিলাম বলে,
কদিন ধরে মেঘমালার মুখটা ছিলো ম্লান,

বৃষ্টি না পেয়ে খরতাপে পুড়েছিলাম জেনেও
হয়নি তবু আমার প্রতি মেঘের একটু টান।

বৃষ্টি না পেয়ে খরতাপে পুড়েছিলাম জেনেও
হয়নি তবু আমার প্রতি মেঘের একটু টান।

তোমার দিকে একটুখানি 
তাকিয়েছিলাম বলে,
আমার উপর চাঁদের সে কী 
ভীষণ অভিমান।।

শুধু তোমার ছবি নীল রঙেতে 
রাঙিয়েছিলাম বলে,
হঠাৎ করেই গাল ফোলায় নীলাভ আসমান,

শুধু তোমার ছবি নীল রঙেতে 
রাঙিয়েছিলাম বলে,
হঠাৎ করেই গাল ফোলায় নীলাভ আসমান,

তোমায় ভেবে স্বপ্নডিঙি ভাসিয়েছিলাম বলে
একলা ঘাটে রইলো বাঁধা শূন্য সাম্পান।

তোমায় ভেবে স্বপ্নডিঙি ভাসিয়েছিলাম বলে
একলা ঘাটে রইলো বাঁধা শূন্য সাম্পান।

তোমার দিকে একটুখানি 
তাকিয়েছিলাম বলে,
আমার উপর চাঁদের সে কী ভীষণ অভিমান,

তোমার ছায়া চাঁদের গায়ে 
মাখিয়েছিলাম বলে,
চাঁদ গেয়েছিলো অন্ধকারের 
মন খারাপের গান।।

Shudhu Tomar Dike Song Video

Shudhu Tomar Dike Lyrics (শুধু তোমার দিকে) – Dev Goutam Song