Shunno Hridoy Lyrics – Belal Khan

Shunno Hridoy Lyrics (শূন্য হৃদয়) : sung by Belal Khan. The Bengali song “Shunno Hridoy” lyrics is written by Jamal Hossain and has music by Marcell. The music video of the “Shunno Hridoy” song is directed by Saikat Reza and it Starring Ehsan Anonno & Shoumi.

Shunno Hridoy Song Info:
Bengali Song : Shunno Hridoy
Singer : Belal Khan
Music : Marcell
Lyrics : Jamal Hossain
Album : Singles
Director : Saikat Reza
Cast : Ehsan Anonno & Shoumi
Music Label : Rangon Music

Shunno Hridoy Lyrics In Bengali

আর কতো বলবো তোমায়
এখনো শূন্য রয়েছে হৃদয়
আর কতো বলবো তোমায়
এখনো লাগে সবই তুমি ময়

কাছে ডাকোনি কখনো
বে-হিসেবি ভালোবাসায়
কাছে ডাকোনি কখনো
বে-হিসেবি ভালোবাসায়

আমি পাইনা তোমার সারা দাওনা ইশারা
প্রতিদিন চোখ রাখি জানালায়
আমি পাইনা তোমার সারা দাওনা ইশারা
প্রতিদিন চোখ রাখি জানালায়

তোমার কাছে তাই যাচি
আমি একটু ভালোবাসা
ভরাবো বলে তৃশিতো হৃদয় বাঁধি বুকে আশা

তোমার কাছে তাই যাচি
আমি একটু ভালোবাসা
ভরাবো বলে তৃশিতো হৃদয় বাঁধি বুকে আশা

প্রেমের কাঁজল নেও আঁকিয়ে
চোখের আঙিনায়

আমি পাইনা তোমার সারা দাওনা ইশারা
প্রতিদিন চোখ রাখি জানালায়
আমি পাইনা তোমার সারা দাওনা ইশারা
প্রতিদিন চোখ রাখি জানালায়

তোমার কাছে তাই যাচি একটু প্রেমের আগুন 
পুড়াবো বলে উতলা হৃদয়
খুঁজি মাতাল ফাগুন

তোমার কাছে তাই যাচি একটু প্রেমের আগুন 
পুড়াবো বলে উতলা হৃদয়
খুঁজি মাতাল ফাগুন

প্রেমের কাঁজল নেও আঁকিয়ে
চোখের আঙিনায়

আর কতো বলবো তোমায়
এখনো শূন্য রয়েছে হৃদয়
আর কতো বলবো তোমায়
এখনো লাগে সবই তুমি ময়

কাছে ডাকোনি কখনো
বে-হিসেবি ভালোবাসায়
কাছে ডাকোনি কখনো
বে-হিসেবি ভালোবাসায়

আমি পাইনা তোমার সারা দাওনা ইশারা
প্রতিদিন চোখ রাখি জানালায়।
আমি পাইনা তোমার সারা দাওনা ইশারা
প্রতিদিন চোখ রাখি জানালায়।

Shunno Hridoy Song Video