Shunya Khatar Gaan Lyrics (শূন্য খাতার গান) – Sahana Bajpaie

Shunya Khatar Gaan Lyrics (শূন্য খাতার গান) : sung by Sahana Bajpaie. The Bengali song “Shunya Khatar Gaan” lyrics is written by Debasmita and the song has been mixed-mastered by Tirthankar Majumdar.

Shunya Khatar Gaan Song Info:
Bengali Song : Shunya Khatar Gaan
Singer : Sahana Bajpaie
Lyrics : Debasmita
Mixed & Mastered By : Tirthankar Majumdar

Shunya Khatar Gaan Lyrics In Bengali

সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়,
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়,
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ, 

আটকে আছে হিসেব ভরা ঠোঙায়
আটকে আছে হিসেব ভরা ঠোঙায়। 
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়।

কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর 
ছোঁয়ার বেলায় দু’হাত ভরে কাজে,
কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর 
ছোঁয়ার বেলায় দু’হাত ভরে কাজে,

কোথায় যেন লুকিয়ে আছে জীবন 
মনখারাপের গোলাপি মন্তাজে। 
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়।

এপার থেকে ওপার হাঁটে আলো  
মনের কথা কেবল অপচয়,
এপার থেকে ওপার হাঁটে আলো  
মনের কথা কেবল অপচয়,
এ চোখ থেকে ও চোখ বাঁধা সেতু
পাথর বেঁধে দাঁড়িয়ে আছে সময়। 

সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
শুন্য খাতা এত্ত কেন ভাবায়?
বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ
বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ,
আটকে থাকা কাদের যে ঠিক মানায়
আটকে থাকা কাদের যে ঠিক মানায়
আটকে থাকা কাদের যে ঠিক মানায়। 

Shunya Khatar Gaan Song Video