Srivalli Bengali Version Lyrics (শ্রীবল্লি): The song is sung by Usha Uthup. This song is originally sung by Sid Sriram, which is from the Telugu movie “Pushpa: The Rise”. The song Srivalli Bengali Version Lyrics is written by Rajiv Dutta and the song has been recreated by Tubai Ray.
Srivalli Lyrics
(In Bengali)
ওই চোখে আমার মন হারাতে
চোখ সরালে,
আর লাজুক নজর চোখের পাতায়
লুকিয়ে নিলে,
যায় না দেখা যাকে দেখো সে দেবতাকে
কাছে আছো তবু দেখোনা আমাকে।
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
হাসি কনকবর্ণা,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
কথা মধুর ঝর্ণা।।
সবার আগে আমি এগিয়ে
প্রেমে তোমারি শুধু পিছিয়ে,
ঝুঁকিনা কারো আগে কখনো
নুপুর দেখি তোমার মাথা নামিয়ে।
চাইনা আমি হিরে পান্না
চাই তোমাকে আর কিছুনা,
ওই দুচোখে আমায় তুমি
স্বপ্ন করে নাও।
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
হাসি কনকবর্ণা,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
কথা মধুর ঝর্ণা।।
সখি সাদামাটা যত তোমারি
ওদেরই মাঝে তুমি যে পরী,
যখনি ষোলো (১৬) শ্রাবন পেরোলো
তুমি শুধু নও সবাই সুন্দরী।
বাস জড়ালে লাল শাড়ি
সে ও লাগে রাজকুমারী,
ঝুমকো টিপ আর খোঁপার ফুলে
রূপ সেজে ওঠে, তবু।
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
হাসি কনকবর্ণা,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
কথা মধুর ঝর্ণা।।
Srivalli Bengali Version Song Video
Srivalli Bengali Version Song Info:
Song: Srivalli
Singer: Usha Uthup (Bengali Version)
Bengali Lyircs : Rajiv Dutta
Recreated By : Tubai Ray
Music Label : Aditya Music
Orginal Song Info:
Song: Srivalli
Singer: Sid Sriram
Music: Devi Sri Prasad
Lyrics: Chandrabose