Sujon Amar Ghore Tobu Ailona Lyrics – Tanmay Kar & Friends

sujon amar ghore tobu ailona lyrics

Sujon Amar Ghore Tobu Ailona Lyrics

আজি গানের তালে হৃদয় দোলে
মিঠে বাতাস যায়রে বয়ে,
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসি মন দোলে।

আজি গানের তালে হৃদয় দোলে
মিঠে বাতাস যায়রে বয়ে,
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসি মন দোলে।

ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না,
ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না।

ওই কোকিলাটার কুহু কুহু
কার লাগি গো বাজে,
ওই কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে। হে… হে…

ওই কোকিলাটার কুহু কুহু
কার লাগি গো বাজে,
ওই কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে।

ওই দূরে কোথায় রাখাল বাঁশী
পাগল হাওয়ায় ভাসে_

ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না,
ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না।

ওই নাক সেজেছে নাক ছাবিতে
কান সেজেছে দুলে,
ওই কালো কপালে কুম-কুম
আর খোপার বাঁধন চুলে।

ওই নাক সেজেছে নাক ছাবিতে
কান সেজেছে দুলে,
ওই কালো কপালে কুম-কুম
আর খোপার বাঁধন চুলে।

ওই পশ্চিম কোণে সূর্যি ডোবে
আন্ধারে মন কাঁদে

ওলো, সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না,
ওলো, সুজন আমার ঘরে তবু আইল না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না।
হে… হে…

Sujon Amar Ghore Tobu Ailona Song Video


Sujon Amar Ghore Tobu Ailona Song Info:

Bengali Song : Sujon Amar Ghore Tobu Ailona
Singer : Anindya Bose
Cover By : Tanmay Kar & Friends
Lyrics: Poroshpathor Band
Album: Ajo Aachhe
Music Label : Asha Audio
Sujon Amar Ghore Tobu Ailona Lyrics – Tanmay Kar & Friends