Swabhaber Gaan Lyrics – Swapan Basu

Swabhaber Gaan Lyrics (স্বভাবের গান): The song is sung by Swapan Basu. The Bengali song Swabhaber Gaan lyrics is written by Rajib Chakraborty and has music by Ashu Chakraborty.


Swabhaber Gaan Lyrics

দিন কাল পালটেছে দাদা পাল্টায়নি স্বভাব,
দিন কাল পালটেছে দাদা পাল্টায়নি স্বভাব,
ভাবের ঘরে করলে চুরি….
আরে ভাবের ঘরে করলে চুরি
যায়না চলে অভাব দাদা
যায়না চলে অভাব।

ফন্দি করার স্বভাব যাদের তারাই ফন্দি করে
(ফন্দি করার স্বভাব যাদের তারাই ফন্দি করে)
সোজা মানুষ ভালো মানুষ রইলো ভাঙা ঘরে
(সোজা মানুষ ভালো মানুষ রইলো ভাঙা ঘরে)
যেমন ছিল তেমনি আছে পচা ডোবা খানা
(যেমন ছিল তেমনি আছে পচা ডোবা খানা)
বাঘ হরিনে একসাথে ভাই খায়না তো খানা
তাই
স্বভাব তো কখনো যাবে না
ও মরি স্বভাব তো কখনো যাবে না।

যুদ্ধ করা স্বভাব যাদের তারাই যুদ্ধ করে
যুদ্ধ করা স্বভাব যাদের তারাই যুদ্ধ করে
আগেও যারা মরে ছিল তারাই আজও মরে।
যুদ্ধ করা স্বভাব যাদের তারাই যুদ্ধ করে
আগেও যারা মরে ছিল তারাই আজও মরে।

মিথ্যে দিয়ে যায় কি ঢাকা সত্যি কথার মানে বলো
(মিথ্যে দিয়ে যায় কি ঢাকা সত্যি কথার মানে)
যার যা খুশি নাও না বুঝে এই স্বভাবের গানে
(যার যা খুশি নাও না বুঝে এই স্বভাবের গানে)

গানের গুঁতো হোকনা ছুতো সবাই কি তাল কানা
গানের গুঁতো হোকনা ছুতো সবাই কি তাল কানা
বাঘ হরিনে একসাথে ভাই খায়না তো খানা তাই
স্বভাব তো কখনো যাবে না,
ও মরি স্বভাব তো কখনো যাবে না।

থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা
থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা
বাঘে হরিনে খানা একসাথে খাবেনা
স্বভাব তো কখনো যাবে না,
ও মরি স্বভাব তো কখনো যাবে না
ও মরি স্বভাব তো কখনো যাবে না
ও মরি স্বভাব তো কখনো যাবে না।

Swabhaber Gaan Song Video


Swabhaber Gaan Song Credits:

Bengali Song: Swabhaber Gaan
Singer: Swapan Basu
Music: Ashu Chakraborty
Lyrics: Rajib Chakraborty