Tapa Tini Lyrics – Iman Chakraborty | Belashuru

tapa tini lyrics iman chakraborty belashuru

Tapa Tini Lyrics (টাপা টিনি): The song is from the movie “Belashuru”, sung by Iman Chakraborty, Ananya (Khnada) Bhattacharjee, Upali Chattopadhyay. The Bengali song Tapa Tini lyrics is written by Anindya Chatterjee and has music by Anindya Chatterjee, Anupam Roy.


Tapa Tini Lyrics

আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে।

হেই হো পিয়ালী রে
হেই হো দুলালী রে,
হেই হো পিয়ালী রে
হেই হো দুলালী রে,
আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে।

ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা,
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা,
উলো কুটি ধূলো কুটি
গৌরী হেন ঝি,
তোর কপালে বুড়হা বর
করবো আমি কি?

নকশা কাটা, পানের বাটা
মুখ ঢেকেছে সুখ সায়রের কন্যে,
খোঁপার কাঁটা, চন্দন বাটা
সুহাগ রাতের বেসাদ সবার জন্যে।

ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা,
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা,
উলো কুটি ধূলো কুটি
গৌরী হেন ঝি,
তোর কপালে বুড়হা বর
করবো আমি কি?

আশ্বিন ও ফাগুন মাসে
পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে,
উথালি পাথালি মনে
আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে।

নতুন বিয়ের ফুল,
নতুন ঝিঙে ফুল,
বাঁধলো সখী চুল, বিবিয়ানা,
নতুন বিয়ের ফুল,
নতুন কানের দুল,
বাঁধলো সখী চুল, বিবিয়ানা।

Tapa Tini Song Video


Tapa Tini Song Credits:

Bengali Song: Tapa Tini
Singer: Iman Chakraborty, Ananya (Khnada) Bhattacharjee, Upali Chattopadhyay
Music: Anindya Chatterjee, Anupam Roy
Lyrics: Anindya Chatterjee
Movie: Belashuru

Tapa Tini Lyrics – Iman Chakraborty | Belashuru