Tar Hawate Lyrics – Imran Mahmudul, Kona | Operation Sundarban

Tar Hawate Lyrics (তার হাওয়াতে): The song is from the movie “Operation Sundarban”, sung by Imran Mahmudul and Kona. The Bengali song Tar Hawate lyrics is written by S K Dip and has music by Aamlaann Chakraabarty.


Tar Hawate Lyrics

না বলা কথা রেখেছি তুলে
এ মন উদাসী তোমাকে ছুঁলে,
নাম না জানা কোনো বিকেলে
সে কথা শুনাবো তোমাকে পেলে,
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা..

তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।

কথা, এ মনে তার কথা আসে
ছবি, দু’চোখে তার ছবি ভাসে,
কথা, এ মনে তার কথা আসে
ছবি, দু’চোখে তার ছবি ভাসে।

তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।

ছায়া, এ চারিপাশে তোরই ছায়া
মায়া, এ বুকে জমা কত মায়া,
ছায়া, এ চারিপাশে তোরই ছায়া
মায়া, এ বুকে জমা কত মায়া।

তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।

Tar Hawate Song Video


Tar Hawate Song Credits:

Bengali Song: Tar Hawate
Singer: Imran Mahmudul, Kona
Music: Aamlaann Chakraabarty
Lyrics: S K Dip
Movie: Operation Sundarban
Music Label: G Series

Tar Hawate Lyrics – Imran Mahmudul, Kona | Operation Sundarban