Taray Taray Dilam Bole Lyrics (তারায় তারায়) – Time Up | Arob Dey

Taray Taray Dilam Bole Lyrics (তারায় তারায়): from the Web Series “Time Up”, sung by Arob Dey & Sumedha Sengupta. The Bengali song “Taray Taray Dilam Bole” lyrics is written by Arob Dey and has music by Indraneel Chatterjee.

Taray Taray Dilam Bole Song Info:
Bengali Song: Taray Taray (Taray Taray Dilam Bole)
Singer: Arob Dey & Sumedha Sengupta
Music: Indraneel Chatterjee
Lyrics: Arob Dey
Web Series : Time Up

Taray Taray Dilam Bole Lyrics In Bengali

তারায় তারায় দিলাম বলে 
তুমি আমার আয়না,
পাখির মতন তাকাও চোখে 
সে চোখ ভোলা যায় না,
এ মুখচোরা, গোলাপতোড়া, 
দেবে কিভাবে যে তোমায়। 

বাউন্ডুলে এমন ছেলের 
কাছে কেন যে এলে,
হাজার বছর আঁধার ছিল
আলো দিয়েছো জ্বেলে,
সময় যদি হতো নদী
নোঙর যে দিতাম ফেলে। 

তারায় তারায় দিলাম বলে 
তুমি আমার আয়না,
পাখির মতন তাকাও চোখে 
সে চোখ ভোলা যায় না।। 

হারাই যদি ভিড়ের মাঝে
খুঁজে নিও বুকের কাছে,
বন্দী করে যন্ত্রণাকে
তোমায় দিলাম এই ঝিনুকে,
তোমায় ছাড়া, আর তো কিছুই, 
চাইনা তোমার থেকে। 

তোমার আসার খবর বাতাস 
নিয়ে আসে যে বয়ে,
বলার ছিল কথার পাহাড় 
শব্দেরা যায় হারিয়ে,
এ মুগ্ধতা, যে রূপকথার, 
মতোই অলীক মনে হয়। 

তারায় তারায় দিলাম বলে 
তুমি আমার আয়না,
পাখির মতন তাকাও চোখে 
সে চোখ ভোলা যায় না।। 

Taray Taray Dilam Bole Song Video