Theme Geche Bristy Lyrics (থেমে গেছে বৃষ্টি) – Mahtim Shakib

Theme Geche Bristy Lyrics (থেমে গেছে বৃষ্টি) : sung by Mahtim Shakib. The Bengali song “Theme Geche Bristy” lyrics is written by Jamal Hossain and music by Ahmmed Humayun.

  • Theme Geche Bristy Song Info/Credits :
  • Bengali Song : Theme Geche Bristy
  • Singer : Mahtim Shakib
  • Tune : Ahmmed Humayun
  • Music : Ahmmed Humayun
  • Lyrics : Jamal Hossain
  • Produced and Distributed By : Rangon Music

Theme Geche Bristy Lyrics In Bengali

থেমে গেছে বৃষ্টি, পালিয়েছে মেঘ 
সেজেছে আকাশ দেখো নীলাম্বরে,
বাঁধ ভেঙ্গেছে সূর্যের হাসি আজ 
বাতাস গাইছে গান মধুর সুরে। 
থেমে গেছে বৃষ্টি, পালিয়েছে মেঘ 
সেজেছে আকাশ দেখো নীলাম্বরে।

জমেছে হৃদয় আমার ঘন আবেগ 
পেতে চায় এ মন ভালোবাসার ছোঁয়া। 
এই তো সময় আরও কাছে আসার 
তুমি এসে বসো পাশে নিবিড় করে। 

বাঁধ ভেঙ্গেছে সূর্যের হাসি আজ 
বাতাস গাইছে গান মধুর সুরে। 
থেমে গেছে বৃষ্টি, পালিয়েছে মেঘ 
সেজেছে আকাশ দেখো নীলাম্বরে।

তুমিতো ভালোবাসো দূর ওই নীল আকাশ 
তবে কেন দূরে সোরে আছো বলো আজ?
হুঁ.. এই তো সময় আরও ভালোবাসার 
তুমি এসে গড়ো বসত হৃদয় বাসরে। 

বাঁধ ভেঙেছে সূর্যের হাসি আজ 
বাতাস গাইছে গান মধুর সুরে। 
থেমে গেছে বৃষ্টি, পালিয়েছে মেঘ 
সেজেছে আকাশ দেখো নীলাম্বরে।

Theme Geche Bristy Song Video

Theme Geche Bristy Lyrics