Tobo Chorono Nimne Lyrics (তব চরণ নিম্নে) – Jayati Chakraborty

Tobo Chorono Nimne Lyrics (তব চরণ নিম্নে): sung by Jayati Chakraborty. The Bengali song Tobo Chorono Nimne Lyrics is written by Rajanikanta Sen and has music by Samriddhi Mukherjee.

Tobo Chorono Nimne Lyrics In Bengali

তব চরণ নিম্নে উৎসবময়ী 
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী 
শ্যামধরনী সরসা,
ঊর্ধ্বে চাহো অগণিত মনি 
রজ্ঞিত নভঃ নীলাঞ্চলা,
ঊর্ধ্বে চাহো অগণিত মনি 
রজ্ঞিত নভঃ নীলাঞ্চলা,
সৌম্য মধুর দিব্যাঙ্গনা 
শান্ত-কুশল-দরশা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী 
শ্যামধরনী সরসা।। 

দূরে হের চন্দ্রকিরণ 
উদ্ভাসিত গঙ্গা,
নৃত্য পুলক গীতি মুখর 
কলুষ হরতরঙ্গা,
ধায় মত্ত হরষে 
সাগর পদ পরশে,
কূলে কূলে করি পরিবেশন 
মঙ্গলময় বরষা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী 
শ্যামধরনী সরসা।। 

ফিরে দিশি দিশি মলয় মন্দ 
কুসুম গন্ধ বহিয়া,
আর্য গরিমা কীর্তি কাহিনী 
মুগ্ধ জগতে কহিয়া,
হাসিছে দিগবালিকা
কন্ঠে বিজয় মালিকা,
নব জীবন পুষ্পবৃষ্টি 
করিছে পুণ্য হরষা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী 
শ্যামধরনী সরসা।। 

ওই হের স্নিগ্ধ সবিতা 
উদিছে পূর্ব গগনে,
কান্তোজ্জ্বল কিরণ বিতরি 
ডাকিছে সুপ্তি মগনে,
নিদ্রালস নয়নে এখনো 
রবে কি শয়নে?
জাগাও বিশ্ব পুলক পরশে 
বক্ষে তরুন ভরসা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী 
শ্যামধরনী সরসা,
ঊর্ধ্বে চাহো অগণিত মনি 
রজ্ঞিত নভঃ নীলাঞ্চলা,
সৌম্য মধুর দিব্যাঙ্গনা 
শান্ত-কুশল-দরশা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী 
শ্যামধরনী সরসা।।

Tobo Chorono Nimne Song Video

Tobo Chorono Nimne Song Info:

Bengali Song: Tobo Chorono Nimne
Singer: Jayati Chakraborty
Music: Samriddhi Mukherjee
Lyrics: Rajanikanta Sen