Tomari Achi Lyrics (তোমারই আছি): The song is sung by Imran Mahmudul & Labiba. The Bengali song Tomari Achi lyrics is written by Kabir Bakul and has music by Imran Mahmudul. The music video of the “Tomari Achi” song is directed by Saikat Reza and it Starring Imran Mahmudul, Sabila Nur.
Tomari Achi Lyrics
(In Bengali)
তোমাকে না দেখে দেখে
থাকা যায় না কেন?
হৃদয়ের গভীরে তুমি
তুমি আয়না যেন।
আমি নিষ্প্রাণ তুমিহীনা
না দেখে বাঁচি না, না দেখে বাঁচি না।
তুমি আমারই আছো, আমি তোমারই আছি,
তোমার ভালোবাসায়, প্রতিদিন আমি বাঁচি।।
ছায়াতে মায়াতে, চাওয়াতে পাওয়াতে
নিঃশ্বাসে প্রশ্বাসে, বিশ্বাসে,
এ মনে গোপনে সম্মুখে পেছনে
রয়েছো বুকেরই বাঁ-পাশে।
পথেরই চলাতে, মুখেরই বলাতে
কাউকে আর দেখিনা ..
তুমি আমারই আছো, আমি তোমারই আছি,
হো, তোমার ভালোবাসায়, প্রতিদিন আমি বাঁচি।।
ভাবনা জগতে, কল্পনা গল্পতে
অল্প না বেশিটা জুড়েই তো,
বুঝেও অবুঝ তোমাকে পাই খুঁজে
খুব কাছে নও তুমি দূরেই তো।
সুখেরি ছোঁয়াতে ডুবেছি তোমাতে
ছুঁয়ে দেখি সে কি-না…
তুমি আমারই আছো, আমি তোমারই আছি,
হো, তোমার ভালোবাসায়
প্রতিদিন আমি বাঁচি।।
Tomari Achi Song Video
Tomari Achi Song Credits:
Bengali Song: Tomari Achi
Singer: Imran Mahmudul & Labiba
Music: Imran Mahmudul
Lyrics: Kabir Bakul
Director: Saikat Reza
Cast: Imran Mahmudul & Sabila Nur