Tomra Jedin Shohore Ashbe Lyrics (তোমরা যেদিন শহরে আসবে) – Metrolife Band

tomra jedin shohore ashbe lyrics

Tomra Jedin Shohore Ashbe Lyrics (তোমরা যেদিন শহরে আসবে) : sung by Ayon from Metrolife Band and the song “Tomra Jedin Shohore Ashbe” lyrics is written by Mehedi Hasan Ayon.

Tomra Jedin Shohore Ashbe Song Info:
Bengali Song : Tomra Jedin Shohore Ashbe (তোমরা যেদিন শহরে আসবে)
Band : Metrolife
Composition : Mehedi Hasan Ayon &
Zunaed Hossain Niloy
Singer : Ayon
Lyrics : Mehedi Hasan Ayon 
Guitars : Niloy
Bass : Maruf
Keys : Eshan Dhrubo
Album : Diprohor

Tomra Jedin Shohore Ashbe Lyrics In Bengali

শীত বিকেলের রোদ
ক্লান্ত সে অনুরোধ,
রেখে গেছে প্রেয়সীর 
ওড়নাতে জলছাপ,
দোতালা বাসের ভীড়
বিষাদেই চৌচির,
জীবনের গল্পটা 
ঝরে যায় চুপচাপ।

সে তো কানামাছি খেলা 
ছুটির বিকেলবেলা,
উড়ে চলে হাওয়াতে
মিছে চাওয়াপাওয়াতে।  
সুখগুলো বহুদূর, শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে,
সিগারেটে আগুনটা 
জ্বলে ওঠে শেষবার,
তারপর হয়ে যায় ফ্যাকাশে।

আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে
নীরবেই মিশে যায় আঙিনায়,
মৃত ঘাসফড়িঙের খণ্ডিত দেহে কী
রং খোঁজো বলো মিছে বাহানায় ?
তোমাদের চেনা মুখগুলো জানো কতদিন 
মেঘ হয়ে ভাসেনি এ আকাশে। 

শীত বিকেলের রোদ
ক্লান্ত সে অনুরোধ,
রেখে গেছে প্রেয়সীর 
ওড়নাতে জলছাপ,
দোতালা বাসের ভীড়
বিষাদেই চৌচির,
জীবনের গল্পটা 
ঝরে যায় চুপচাপ।

সে তো কানামাছি খেলা 
ছুটির বিকেলবেলা,
উড়ে চলে হাওয়াতে
মিছে চাওয়াপাওয়াতে।  
সুখগুলো বহুদূর, শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে,
সিগারেটে আগুনটা 
জ্বলে ওঠে শেষবার,
তারপর হয়ে যায় ফ্যাকাশে।

Tomra Jedin Shohore Ashbe Song Video

Tomra Jedin Shohore Ashbe Lyrics (তোমরা যেদিন শহরে আসবে) – Metrolife Band