Tumi Amar Hero Lyrics – Anupam Roy | Projapati

Tumi Amar Hero Lyrics from Projapati by Anupam Roy

Tumi Amar Hero Lyrics (তুমি আমার হিরো) the song is from the Bengali movie “Projapati”, sung by Anupam Roy. The Bengali song Tumi Amar Hero lyrics is written by Anupam Roy and has music also given by Anupam Roy.

Tumi Amar Hero Song Credits:

Bengali Song: Tumi Amar Hero
Singer: Anupam Roy
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Movie: Projapati
Director: Avijit Sen
Cast: Mithun Chakraborty, Dev (Deepak Adhikari

 

Tumi Amar Hero Lyrics

কতটা রাগ দেখলে রাগী
সত্যি মিথ্যে আমি বুঝি নাকি,
কতটা হাসলে তুমি হ্যাপি
তোমার হাসিটা মনে ধরে রাখি।

একটু একটু করে বুঝতে পারছি আমি
যাচ্ছে দিনগুলো যত,
ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত।

আ হা হা আর কে বলবে বলো
তোমার মতন করে –
সাবধানে বাবা বাড়ি ফিরো।
কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো।

কীভাবে যে বদলে যাচ্ছি আমি
আয়নায় তোমায় মুখটা দেখতে পাই,
আমার হাটা চলা কথা বলা
তোমার সাথে কোথাও মিলে যায়।
তুমি আছো আমার স্বভাবে শিরদাঁড়ায়
কতটা জেদ দেখালে জেদি,
তোমার জেদও আমি পুষে রাখি
কতটা দুঃখ পেলে কাঁদো,
তোমার কান্না মুছে দেব নাকি।

একটু একটু করে বুঝতে পারছি আমি
যাচ্ছে দিনগুলো যত,
ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত,
কিছুটা আমি তোমার মত।

আ হা হা আর কে বলবে বলো
তোমার মতন করে –
সাবধানে বাবা বাড়ি ফিরো।
কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো,
আসলে তুমি আমার হিরো।

Tumi Amar Hero Song Video

 

Tumi Amar Hero Lyrics – Anupam Roy | Projapati