Tumi Ami Lyrics (তুমি আমি): from the Web Series “Uttoron”, sung by Shovan Ganguly. The Bengali song Tumi Ami Lyrics is written by Shovan Ganguly and has music also given by Shovan Ganguly.
Tumi Ami Lyrics
তোমার ছোঁয়ায় ইচ্ছেগুলো
শুধুই ঘিরে থাকে
যখন তখন আপন মনে
জড়াও যে আমাকে
তোমার ছোঁয়ায় ইচ্ছেগুলো
শুধুই ঘিরে থাকে
যখন তখন আপন মনে
জড়াও যে আমাকে
জানি জানি বেপরোয়া এই মন
ঘুরে ঘুরে এসেছে যে এখন
তুমি আমি রাত হয়ে নেমে যাব
তুমি আমি আবদার খুঁজে পাব
তুমি আমি যাযাবর পাখিদের গান
তুমি আমি আমাদের ভালোবাসা
তুমি আমি দূরে গিয়ে কাছে আসা
তুমি আমি ঘুমেদের শেষ অভিমান
তোমার নামের শব্দগুলো
হাজার গল্প বলে
নিজের সুরেই গান হয়ে যায়
নিজের ছন্দে চলে
তোমার নামের শব্দগুলো
হাজার গল্প বলে
নিজের সুরেই গান হয়ে যায়
নিজের ছন্দে চলে
জানি জানি বেপরোয়া এই মন
ঘুরে ঘুরে এসেছে যে এখন
তুমি আমি রাত হয়ে নেমে যাব
তুমি আমি আবদার খুঁজে পাব
তুমি আমি যাযাবর পাখিদের গান
তুমি আমি আমাদের ভালোবাসা
তুমি আমি দূরে গিয়ে কাছে আসা
তুমি আমি ঘুমেদের শেষ অভিমান
তুমি আমি রাত হয়ে নেমে যাব
তুমি আমি আবদার খুঁজে পাব
তুমি আমি যাযাবর পাখিদের গান
Tumi Ami Song Video
Tumi Ami Song Info:
Bengali Song: Tumi Ami
Singer: Shovan Ganguly
Music: Shovan Ganguly
Lyrics: Shovan Ganguly
Web Series: Uttoron
Director: Rick Basu
Cast: Rajdeep & Madhumita