Tumi Ashbe Bhebe Lyrics (তুমি আসবে ভেবে) : sung by Zarin. The Bengali song “Tumi Ashbe Bhebe” lyrics is written by Amita Karmoker and has music by Habib Wahid.
Tumi Ashbe Bhebe Song Info:
Bengali Song : Tumi Ashbe Bhebe
Singer : Zarin
Music : Habib Wahid
Lyrics : Amita Karmoker
Tumi Ashbe Bhebe Lyrics In Bengali
তুমি আসবে ভেবে মন হাসে
অনুভবের চারপাশে
তোমায় ভেবে কাটছে ক্ষন ওবিলাসে,
দুটি চোখের নিরবতা
পথ চেয়ে লেখা কবিতা
যতই লিখি হয়না তবু শেষ কথা,
কেউ আর আমার মত
বাসতে ভালো পারবেনা,
তোমায় ভালোবেসে
জানি এ মন হারবেনা, হারবেনা।
তুমি আসবে ভেবে মন হাসে
অনুভবের চারপাশে
তোমায় ভেবে কাটছে ক্ষন ওবিলাসে।
দিনে দিনে বাড়ে কথা
অন্তরে থাকে গাথা,
দিনে দিনে বাড়ে কথা
অন্তরে থাকে গাথা,
সে কি জানে এই মনে
জমে থাকা প্রেম কথা,
এই অভিমানি মন আমার
আসলে খুব কাছে তোমার
ভিজে যাবো ভড়া বৃষ্টিতে
বৃষ্টিতে ঝড়া সেই দিনে
আমার চোখে দুচোখ রেখে দেখোনা,
জানি আমার কথা শুনছো না
ভাবনা প্রহরও গুনছোনা
তুমিহীনা এই অভিমান মানায় না।
কেউ আর আমার মত
বাসতে ভালো পারবেনা
ভালোবেসলে জানি তুমিও
এ হাত ছাড়বেনা, ছাড়বেনা,
তুমি আসবে ভেবে মন হাসে
অনুভবের চারপাশে
তোমায় ভেবে কাটছে ক্ষন ওভিলাসে
দুটি চোখের নিরবতা
পথচেয়ে লেখা কবিতা
যতই লিখি হয়না তবু শেষ কথা।
Tumi Ashbe Bhebe Song Video